কক্সঃ৭১ রিপোর্ট
পর্যটন নগরী কক্সবাজারে ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক শেখ মুজিবের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কক্সবাজার গভীর শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে।
জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস পালন করছে। কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কোরআন, শোক র্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ চলছে।
জাতির জনকের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় এক শোকর্যালী।
সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীর জনকের শ্রদ্ধায় পুস্পস্তক অর্পন করা হয়। এরপর সকাল ১০টা থেকে বের হওয়া শোকর্যলীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন। র্যালটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাংস্কৃতিক কেন্দ্রে এসে শেষ হয়।
এ সময় ,পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ),অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধাণগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন