কক্সঃ৭১রিপোর্ট
মহেশখালী উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেইট(তোরণ) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ও মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার পাশা চৌধুরী। এ সময় তিনি বলেন,বর্তমান সরকার উন্নয়নে বিশ^াষী। বিশেষ করে শিক্ষা খেত্রে ভাল উন্নত পরিবেশ নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা সব চেয়ে বেশি। তারি অংশ হিসাবে জেলা পরিষদের অর্থায়নে এই গেইট নির্মাণ কাজ শেষ হলে স্কুলের নিরাপত্তা সহ সুন্ধর্য্য বহুগুন বৃদ্ধি পাবে। এ সময় উপস্থিত ছিলেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুল পরিচালন কমিটির সভাপতি জাহেদ বিন আলী, জেলা পরিষদের প্রকৌশলি সাইফুদ্দিন আহামদ.বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম,ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেফ মৌলানা মোঃ রশিদ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন