মাহাবুবুর রহমান.
শুধু মাত্রা চাঁদা আদায়ের জন্য বড় বাজার পৌরসভার সুপার মার্কেটের সামনে সিএনজি ষ্টেশন বসিয়েছে কতিপয় চাঁদাবাজ। এতে বড় বাজার এলাকায় সারাদিন তীব্র যানজট লেগে থাকে কিন্তু তাতে কোন আক্ষেপ নেই চাঁদাবাজদের। এর প্রশাসনের কোন পদক্ষেপ নেই। তাই বছরের পর ধরে চলছে এই প্রকৃয়া। তবে স্থানীয় ব্যবসায়ি ও সচেতন মহলের দাবী সিএনজি ষ্টেশন সরিয়ে দিলে এখানে নিরাপদে ব্যবসা ও হাটাচলা করো যেত।
দীর্ঘদিন ধরে শহরের বড় বাজার এলাকায় দেখা যাচ্ছে অবৈধ সিএনজি ষ্টেশন। পরে খোঁজ নিয়ে জানা গেছে কোন প্রকার অনুমতি বা প্রয়োজনীয়তা ছাড়াই পৌরসভা মার্কেটের সামনের সামান্য খালি জায়গায় বসানো হয়েছে সিএনজি ষ্টেশন। যা থেকে প্রতি নিয়ত চাঁদাতুলে একটি চক্র। শহরের পেশকার পাড়া এলাকার সাদ্দার নামের এক যুবক এই টাকা তুলে,প্রতি গাড়ী থেকে ৩০ টাকা করে টাকা তুলে। প্রতিদিন অন্তত ৫০/৬০ টি গাড়ী থেকে এই টাকা তুলা হয়। সে হিসাবে দৈনিক কমপক্ষে দেড় হাজার টাকা চাঁদা তুলা হয়। এ ব্যপারে সাদ্দামের সাথে আলাপ কালে তিনি অপকটে স্বীকার করেন আমি কোন প্রশাসন বা কাউকে এক টাকাও ভাড় দি না। সব টাকা আমি তুুলি আর এই সিএনজি ষ্টেশন আমি বসিয়েছি। এখানে সব সময় ৬ টি সিএনজি থাকে। তারা চলে গেলে আর ৬ টি আসে। আর আমি বড় বাজারে যানজট নিরসনে কাজ করি। এছাড়া তার একটু দূরে বড় বাজার জামে মসজিদ রোড়ের মুখেও আছে আরেকটি সিএনজি ষ্টেশন। সেখান থেকেও নিয়মিত চাঁদাতুলে কতিপয় যুবক। এদিকে বড় বাজার এলাকার ব্যবসায়িরা জানান,সাদ্দাম পেশকার পাড়া এলাকার স্থানীয় ছেলে যে অনেকটা জোর করে এখানে সিএনজি ষ্টেশন বসিয়েছে। যেখানে ঠিকমত মানুষ হাটতে পারেনা সেখানে সিএনজি ষ্টেশনের কারনে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। আর সে সরকারি দলীয় বিভিন্ন মানুষ জনের আশ্রয়ে থাকে। আর সব সময় বেয়াদবি করে। ব্যবসায়িদের দাবী অনেকটা চাঁদাতুলতেই এই সিএনজি ষ্টেশন বসানো হয়েছে। এ ব্যাপারে দ্রæত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
মন্তব্য করুন