মাহাবুবুর রহমান.
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফুটবলে দলের জালে ৩ গোল দিল কক্সবাজারের কিশোর ফুটবলাররা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল(অনূর্ধ-১৭) টূর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলায় ১৬ অক্টোবর বেলা ১১ টায় চট্টগ্রাম (সাগরিকা) মহিলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্টিত খেলায় মুখোমুখি হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফুটবল দল বনাম কক্সবাজার জেলা ফুটবল দল। খেলায় কক্সবাজার জেলা দলের সায়মন ইসলামের হেট্রিকে ৩-০ গোলে জয় পায় কক্সবাজার জেলা দল। খেলার শুরু থেকে দাপটের সাথে খেলে কক্সবাজারে জেলা দল। পুরু খেলায় বল দখলে রেখে খেলার প্রথমার্ধে গোলে দলকে এগিয়ে নেয় সায়মন। পরে দ্বিতীয়ার্ধে আরো ২ গোল করলে হেট্রিকপূর্ন হয় তার। এতে ৩ গোলের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় কক্সবাজারের কিশোর ফুটবলাররা। এ সময় মাঠে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিস সাঈদী,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু,সহ সভাপতি জসিম উদ্দিন,বালক দলের ম্যানেজার পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির,জেলা ক্রীড়া অফিসার আফাস উদ্দিন,কোচ আবছার উদ্দিন,খালেদ মোঃ আজম বিপ্লব,বালিকা দলের ম্যানেজার পৌর কাউন্সিলার শাহানা আক্তার পাখি,কোচ মোহাম্মদ হানিফ,চকরিয়া শেখ জামাল ক্লাবের সাধারণ সম্পাদক পরিমল বাবু,চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জাদুল ইসলাম।
মন্তব্য করুন