চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে একটি শিশু । ২৩ জুলাই মঙ্গলবার দুপুরের দিকে চকরিয়া থানা পুলিশের অপারেশন অফিসার রুহুল আমিন বলেন , থানা পুলিশের হেফাজতে থাকা শিশু টি তার পরিচয় দিতে গিয়ে জানান, আলী আকবর হৃদয় (৮) পিতা- আবদুল হাকিম লালা, (এস আলম গাড়ি চালক ), মাতা- রোজিনা বেগম, গ্রাম-উজিরভিটা, ইউনিয়ন -আমিরাবাদ, উপজেলা -লোহাগাড়া বলিয়া প্রকাশ করে। শিশুটি টেকনাফ তার নানার বাড়ি হতে গত ২১/৭/২০১৯ তারিখ বিকালে চলে আসে।
সে কাহারো মোবাইল নাম্বার দিতে পারছেনা। শিশুটি বর্তমানে চকরিয়া থানা হেফাজতে আছে। কেউ শিশুটিকে বা তার পিতা মাতার পরিচয় জানা থাকলে চকরিয়া থানার অপারেশন অফিসার রুহুল আমিন এর মোবাইল নং ০১৮৭৮-০৩১৬৩১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছেন। ##
মন্তব্য করুন