চকরিয়া প্রতিনিধি.
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে উপরপাড়া এলাকায় বজ্রপাতে এক বৃদ্ধে নিহত হয়েছে। নিহতের নাম কবির আহমদ (৭০)। তিনি ইউনিয়নের উপরপাড়া গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার (৮আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে এঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সকাল নয়টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় কবির আহমদ বাড়ির উঠানে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাঁর লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’##
মন্তব্য করুন