মাহাবুবুর রহমান.
কক্সবাজার শহরের ঘোনারপাড়ায় কোন কতৃপক্ষের অনুমতি ছাড়া পাহাড় কেটে বহুতল বাড়ি নির্মাণ করছে এক প্রভাবশালী। এলাকাবাসীর অভিযোগ ঘোনারপাড়া তপোবন আশ্রমের পাশে রুপক বিশ্বাষ নামের একজন ব্যাক্তি বহুতল বাড়ি নির্মাণ করছে। সেখানে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ বা পৌরসভা এমনকি কোন কতৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। সরকারি খাস জায়গাতে বহুতল ভবন নির্মাণে বাধা থাকলেও তিনি আইনের তোয়াক্কা না করে এই বাড়ি নির্মাণ অব্যাহত রেখেছে। এলাকাবাসীর অভিযোগ তিনি চারপাশে কোন ধরনের হাটাচলা এমনকি পানি নিষ্কাশনের জায়গাও না রেখে বাড়ি নির্মাণ করছে এবং বাড়ির পিলার গুলো অন্যজনের বাড়ির দেয়ালে উঠে যাচ্ছে। এ বিষয়ে বাড়ির মালিক রুপক বিশ্বাষ কে জানালে উনি এবং তার ছেলে মান্না উল্টো হুমকি ধমকি দিচ্ছে । তাই এই বাড়ি নির্মাণ বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। এ ব্যপারে রুপক বিশ^াষ বলেন,খাস জমিতে আগেও সবাই বাড়ি করেছে সে জন্য আমিও করছি কোন কতৃপক্ষের অনুমতি নেয়নি বলে জানান তিনি।
মন্তব্য করুন