ঘূর্ণিঝড় ফণি মোকাবেলা
কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাত মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। ফণী’র আক্রমণ থেকে মানুষের প্রাণ বাঁচাতে কক্সবাজারে ইতোমধ্যে ৫৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে অস্থায়ী আশ্রয় কেন্দ্রও যোগ হবে। এসব আশ্রয় কেন্দ্রে ঠাঁই হবে ৪ লাখ ৪৫ হাজার ৮৪৩ জন মানুষের। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আফসার এসব তথ্য জানান।
তিনি বলেন, সরকারি এবং বেসরকারী সমন্বয়ে যেকোন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে মাইকিং এবং লোকজনকে সরানোর কাজ শুরু হবে। প্রয়োজনীয় প্রতিটি দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, জরুরি মুহুর্তে সরবরাহ করার জন্য ২ লাখ মানুষের খাবার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবারও ব্যাপক মজুদ করা আছে।
মন্তব্য করুন