নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের গোমাতলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। ২১শে জুলাই সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক আবদু জলিলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় অভিভাবক সমা বেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিদ্যালয়ের
এসএমসি কমিটির সভাপতি এম.আবদুল্লাহ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন,কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ফরিদুল আলম,এসএমসি কমিটির সদস্য মৌ:নুরুল হুদা ও আলা উদ্দিন।
উপস্থিত ছিলেন,উত্তর গোমাতলী সরকারী প্রাথ মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী ও চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা আক্তারসহ প্রায় শতাধিক অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা।
সমাবেশে বক্তারা বলেন,বিদ্যালয়ের লেখাপড়ার মানসহ সর্বক্ষেত্রে এ শিক্ষা প্রতিষ্টানকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সাবির্ক সহযোগিতা দরকার।
মন্তব্য করুন