কক্সবাজার রিপোর্ট
কক্সবাজার সদরের খুরুশকুল কুলিয়াপাড়ায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন স্কুলছাত্রীসহ ৩ জন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে স্কুল ছাত্রীর অবস্থা গুরুত্বর। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়-সীমানার বিরোধকে কেন্দ্র করে কুলিয়া পাড়ার মৃত আব্দুল হামিদের পুত্র নুরুল আজিম, তার পুত্র সামরান ও স্ত্রী তাহমিনার নেতৃত্বে একদল সন্ত্রাসী পাশ^বর্তী নজির হোসেনের বাড়িতে বন্দুক, রড, লাঠিশোঠা নিয়ে হামলা চালা। নজির হোসেন কক্সবাজার পৌরসভার কার্য সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। এতে বাধা দিতে গেলে নজির হোসেনের মেয়ে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর ১০ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া তাহাসিন তামান্না (১৫) ও স্ত্রী মর্জিনা হোসেনকে (৩৮) আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
মন্তব্য করুন