কক্স৭১
খুরুশকুলের চিহ্নিত অপরাধী ফিরোজ এবং মোস্তাকে সাথে রয়েছে আরো অন্তত ১ ডজন ইয়াবা ব্যবসায়ি। এলাকাবাসীর দাবী দীর্ঘদিন ধরে এই ইউনিয়নে বেশ কিছু সিন্ডিকেট ইয়াবা ব্যবসার সাথে জড়িত একই সাথে তারা ছিনতাই,ডাকাতি অস্ত্র ব্যবসা থেকে শুরু করে পাহাড় কাটা পর্যন্ত নিয়ন্ত্রন করে সব কিছু। আবার কিছু ইয়াবা গডফাদার আছে যারা সমাজে খুব ভাল মানুষের মুখোশ পরে চলাফেরাকরে,এবং বিভিন্ন সভা সেমিনারে আগে থাকে। বাস্তবে তাদের আশ্রয়ে পশ্রয়ে ইয়াবা ব্যবসায়িরা নিরাপদে এসব করে আসছে। সম্প্রতী ১ লাখ ইয়াবা সহ আটক ফিরোজ এবং মোস্তাক বিষয়ে খোঁজ নিতে গেলে এলাকার সাধারণ লোকজন বলেন,পুরু ইউনিয়নে অন্তত ১ ডজন ইয়াবা ব্যবসায়ি আছে তাদেরও দ্রুত গ্রেফতার করতে পারলে পুরু এলাকা অনেকটা শান্ত হয়ে যাবে।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন,সবার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। দ্রুত সব অপরাধীকে আইনের আওতায়া আনা হবে।
মন্তব্য করুন