৭১ রির্পোট
কক্সবাজার সদরের পিএমখালীর তোতকখালীর অসহায় দিনমজুর জিয়াউর রহমানের কন্যা নিলুফা ইয়াছমিন খুনের ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও কোন আসামি আটক করতে পারেনি পুলিশ। উল্টো আসামিদের অব্যাহত হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে অসহায় পরিবার। মামলা তুলে না নিলে যে কোন মুহুর্তে বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে মামলার অন্যতম আসামি ফিরুজ। সন্তান হত্যার মামলা করে নিজের জীবন বাচাঁনো দায় হয়ে দাড়িয়েছে পুরো পরিবারের।
জানাযায়, পিএমখালীর তোতকখালী তাহের মোহাম্মদের ঘোনার দিনমজুর জিয়াউর রহমানের মেয়ে নিলুফার সাথে শহরের সমিতিপাড়া ফদনার ডেইল এলাকার মোঃ লালুর পুত্র নুরুল হাকিম মাঝির সাথে গত বছর বিয়ে হয়। বিয়ের পর নানা কারনে যৌতুকের জন্য নির্যাতন চালায় শ্বশুর বাড়ির লোকজন। পরে ১৭ জুন স্বামি ও শ্বশুর বাড়ির লোকজন নিলুফাকে নির্যাতন ও বিষ খাইয়ে অর্ধমৃত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করায়। ১৯ জুন সে হাসপাতালে মৃত্যু বরণ করে। এ ঘটনায় ২০ জুন সন্তান হত্যার বিচার চেয়ে স্বামী নুরুল হাকিম, শ্বশুর লালু,শ্বশুড়ি কাজলী বেগম এবং টেকনাফ বাহারছড়ার ১নং ওয়ার্ড়ের বর্তমান ফদনার ডেইলের ফিরোজকে আসামি করে মামলা দায়ের করেন নিলুফার মা মনজুর নাহার। মামলার পর থেকে আসামি ফিরুজ মামলা তুলে নিতে নানা হুমকি দিয়ে আসছে বলে জানান নিলুফার বড় আব্বা জহির উদ্দীন। তিনি জানান- আমার মেয়েকে আসামি ফিরুজ ও প্রধান আসামি স্বামী নুরুল হােিকমের যোগ সাজসে হত্যা করেছে। কিন্তু ফিরুজ বেশ কয়েকবার তার ব্যবহৃত ০১৮৭০০৭৭৬৭২ নম্বর থেকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে পরিবারের যে কোন একজনকে তুলে নিয়ে যাবে বলে একাধিকবার হুমকি দিয়েছে। মেয়ে হত্যার বিচার চেয়ে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। আসামিদের গ্রেফতারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারটি
মন্তব্য করুন