মাহাবুবুর রহমান.
খাবারের মান ভাল করতে বলায় হাসপাতাল সুপার কে নাজেহাল করেছে ঠিকাদার। এ ঘটনায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা হতবাক হয়ে পড়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে সদর হাসপাতালের সদ্য যোগদান করা তত্বাবধায় ডাঃ মহিউদ্দিন সকাল ১০ টার দিকে হাসপাতালে রোগিদের জন্য রান্না করা খাবারের মান দেখতে আসে। এ সময় রোগিদের জন্য নিয়ে যাওয়া খাবারের মান নিয়ে তিনি অসুন্তুষ প্রকাশকরে এবং মান ভাল করতে বলে। এতে ক্ষোব্ধ হয়ে উল্টো হাসপাতালের তত্বাবধায়কেই নাজেহাল করেছে ঠিকাদার যুবলীগ নেতা আসাদুল্লাহ। জরুরী বিভাগের কর্মচারীদের বরাত দিয়ে জানা গেছে ঠিকাদার আসাদুল্লাহ হাসপাতাল সুপারকে উচ্চবাক্য করে গালিগালাজ করতে থাকে এবং ক্ষমতার প্রভাব দেখিয়ে দেবে বলে চিৎকার করে বলে। পরে অন্যান্য সিনিয়র ডাক্তাররা আসলে আসাদ থেকে যায়। পরে বিষয়টি সুপারের রুমে বসে মিমাংসা করার চেস্টা চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীন আবদুর রহমান বলেন,ঘটনাটি মিমাংসা করার জন্য আমরা বসেছি। হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ রফিকুসছালেহীন বলেন,বিষয়টি তেমন বড় কোন ঘটনা নয় মূলত ঠিকাদান সুপার স্যারকে চিনতে পারেননি। তাই একটু সমস্যা হয়েছে পরে সেটা ঠিক হয়ে গেছে। এদিকে ঘটনার পরে বেশ কয়েকজন সচেতন মহল বলেন,১৮ এপ্রিল অনুষ্টিত দুদকের গণশুনানীতে হাসপাতালের খাবারের মান নিয়ে ব্যাপক অভিযোগ ছিল,এছাড়া মাঝে মধ্যে প্রশাসন এবং সাধারণ মানুষের পক্ষ থেকে খাবারের মান নিয়ে চরম অসন্তুষ প্রকাশ করতে দেখা গেছে। সে হিসাবে খাবারের মান ভাল করতে বল্লে যদি সুপার নাজেহাল হয় তাহলে,আর ভূল চিকিৎসা অজুহাতে যদি ডাক্তার মারধরের শিকার হয় তাহলে ডাক্তাররা যাবে কোথায়।
মন্তব্য করুন