প্রেস বিজ্ঞপ্তি
মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, প্রধানমন্ত্রীর মেগা প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত কাউকে নিরাশ হতে হবে না। পর্যায়ক্রমে সবাই প্রতিশ্রুতি মত ক্ষতিপুরণের টাকা পাবেন, তবে এতে সবাইকে একটু অপেক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ির বিষয় সরাসরি তদারক করেন। যারা এই জমির উপর নির্ভরশীল তারাও এখন ক্ষতিপুরণের টাকা পাচ্ছেন। প্রকল্পের কারণে যাদের বসতবাড়ি উচ্ছেদ হয়েছে তাদেরকেও নতুন ভাবে ঘর তৈরী করে দেওয়া হচ্ছে। আপনারা শেখ হাসিনার উপর আস্থা রাখুন কোন সমস্যা হবে না। গতকাল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে জমির উপর নির্ভরশীলদের মাঝে চেক বিতরণ ও উচ্ছেদকৃত বসতবাড়ির মালিকদের মাঝে নতুনভাবে নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা বলেন, আপনারা জমি দিয়ে প্রধানমন্ত্রীকে সম্মানিত করেছেন। তিনি সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমিউদ্দিন, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান ও সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার।
পরে নেতৃবৃন্দ জমির উপর নির্ভরশীল শ্রমিকদের মাঝে চেক বিতরণ উচ্ছেদকৃত বসতবাড়ির মালিকদের মাঝে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন। এ প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য মাতারবাড়ির চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, সাবেক চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ।
মন্তব্য করুন