নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ঈদগাঁওর কালিরছড়া খালের তীরবর্তী চলাচল সড়ক ভেঙ্গে বিলীন হতে যাওয়ার সংবাদ প্রকাশের পরপরে ভাঙ্গনকৃত সড়ক পরিদর্শন করলেন,সদর উপজেলা নিবার্হী কর্মকতা এএইচএম মাহফুজুর রহমান। ১৩ই জুলাই দুপুর ১টার দিকে বালুরছর পাড়ার ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম,মেহের ঘোনা রেঞ্জ কর্মকতা মো:মামুন মিয়া,মেম্বার
মাহমুদুল হাসান মিনার,ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন ও সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিনসহ এলাকাবাসী। এমনটি জানিয়েছেন, স্থানীয় মেম্বার মিনার।
প্রসঙ্গত,কালিরছড়া বাজারের পূর্ব পাশে খালের উত্তর পাড় বালুরছর পাড়ার চলাচলের প্রধান সড়কটি ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। দেখার যেন কেউ নেই। প্রায় আধা কিলোমিটার রাস্তা ভেঙ্গে গেছে। সড়ক দিয়ে নারী-পুরুষ চলাফেরায় নিদারুন কষ্ট পাচ্ছে। সে সাথে দূর্ভোগ,দূর্গতি যেন পিছুই ছাড়ছেন।বৃষ্টির শুরুতেই এটি ভেঙ্গে জন দূর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সড়ক দিয়ে ব্যবসায়ী,শিক্ষার্থীসহ প্রতিনিয়ত ৮/১০ হাজার লোকজন আসা যাওয়া করে থাকে। পাশাপাশি ঐ এলাকায় প্রায় ২/৩শতটি বসতবাড়ী রয়েছে। এমনকি এ সড়ক দিয়ে একজন মূর্মূষ রোগীকে আনা নেওয়ার কাজে কষ্টসাধ্য হয়ে পড়বে। ১২ই
জুলাই বিকেলে এক গগনমাধ্যমকর্মী ভাঙ্গনকৃত এলাকা পরির্দশনে গেলে অধিক আগ্রহে থাকা এলাকার সচেতন মুরব্বীরা জানালেন,কতিপয় লোকজন খাল ভরাট করে স্থাপনা নির্মান করার কারনে কালিরছড়ার খালটি সংকীর্ণ হয়ে পড়ে। যাতে বর্ষা মৌসুমে বৃষ্টি বা বন্যার পানি পর্যাপ্ত ভাবে চলাচল করতে না পারায় খালের পাড়ে অবস্থিত যোগাযোগ সড়ক ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান,এই খালটি খনন না করলে,লোজজনকে পানি বন্দি হয়ে মরন দশায় ভোগতে হবে। তারা কালিরছড়ার খাল খননের দাবী জানান।
মন্তব্য করুন