কক্স৭১
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ছালেহ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট শাহাদাত বরণকারী শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল ও শেখ ফজলুল হক মনি এর নামানুসারে ৪টি হাউজের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
প্র্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন ২০৪১ সালের উন্নত বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজন। ছাত্রদেরকে মানবিক গুণের অধিকারী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পরামর্শ দেন। তিনি বলেন দেশের সাধারণ মানুষের করের টাকায় ছাত্ররা আজকে শিক্ষা অর্জন করছে। তাই বড় হয়ে এই সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে আহবান জানান। কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া নয় সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে এ কথাটি সবার মনে রাখা উচিত।
মন্তব্য করুন