মাহাবুবুর রহমান.
প্রবল ভালী বর্ষণে কক্সবাজারে শহরের কলাতলী উচ্চ বিদ্যালয়ের দেয়াল ভেঙ্গে ক্লাস রুম সহ সর্বত্র পানিতে সয়লাব হয়ে গেছে। এতে বিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ন কাগজ পত্র পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
কলাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিফুর রহমান বলেন,১০ সেপ্টেম্বর সকাল থেকে ভারী বর্ষণে সকাল ১০ টার দিকে স্কুলে সীমানা দেয়াল ভেঙ্গে যায়। এতে পানির তীব্র শ্রোত বিদ্যালয়ের ক্লাস রুমে ঢুকে পড়ে। ফলে বিদ্যালয়ের ফার্নিচার,কম্পিউটার,সহ অনেক প্রয়োজনীয় কাগজ পত্র ভিজে নষ্ট হয়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন,বৃষ্টির পানি চলাচলের জন্য আমাদের ভাল ব্যবস্থা আছে মূলত পার্শবর্তি শালিক রোস্তারা, হোটেল ডি ওসানিয়া, ব্লো সি কটেজের পানি এসে আমাদের সীমানা দেয়াল ভেঙ্গে গেছে। তাদের পানি চলাচলের কোন ব্যবস্থা না থাকায় তারা বহুবার বারণ করার পরও আমাদের স্কুলে সীমানাতেই পানি ফেলে। এতে সীমানা দেয়াল ক্ষতিগ্রস্থ হয়ে ভেঙ্গে গেছে এতে স্কুলের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন