কক্স৭১
করোনা রোগিকে নিয়ে বাড়ি এম্বোলেন্স এসে দাড়িয়ে আছে কিন্তু রোগি গেছে ঈদের মার্কেটিং করতে। ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা চলভদ্র গ্রামে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিম উদ্দিন পাটুয়ারী জানান,এলাকার ক্ষদ্রু ব্যবসায়ি আসিফ উদ্দিন (২৪) করোনা পজিটিভ হওয়াতে ২২ মে বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আইসোলেশনে নিয়ে বাড়িতে এম্বোলেন্স এসে দাড়িয়ে থাকলে সে ঈদ মার্কেটে গেছে। অথচ তাকে ২ ঘন্টা আগে বলা হয়েছে তার করোনা টেস্ট পজিটিভ এসেছে। পরে অবশ্য তাকে পুলিশ দিয়ে ধরে আনা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন