মাহাবুবুর রহমান.
কক্সবাজার করোনা আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এসারুল হক নামের এই ব্যাক্তির। তিনি শহরের পাহাড়তলী ইসুলুঘোনা এলাকায় থাকতেন। প্রকৃত বাড়ি ঈদগাও গোমাতলী এলাকায় হলেও দীর্ঘ দিন ধরে তারা স্বপরিবারে পাহাড়তলীতে থাকতেন বলে জানা গেছে। উনার এক কন্যা সন্তান রয়েছে। উনার ভগ্নিপতি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম জানান,গোমাতলী এলাকা বশির আহামদের পুত্র এসারুল হক (৪০) দীর্ঘ দিন ধরে সৌদি আরবে থাকতেন লকডাউন হওয়ার আগে উনারা দেশে এসেছে। তবে বর্তমানে উনি সহ পরিবারের ৩ জন করোনা পজিটিভ হয়েছে এর মধ্যে এসারুল হকের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ জুন ভোরে উনার মৃত্যু হয়। লাশ বর্তমানে সদর হাসপাতালে রয়েছে। যেহেতু করোনা পজিটিভ ছিল তাই সরকারি নিয়ম অনুযায়ী উনার লাশ তারাবনিয়ারছাড় কবরস্থানে দাফন করা হবে।
মন্তব্য করুন