কক্স৭১
করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীণ থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছেন বাহারছড়ার বাসিন্দা তরুন ব্যবসায়ি পর্যটন উদ্দ্যোক্তা আবু সায়েম ডালিম (৪৩)। তিনি শুক্রবার উখিয়া আইসোলেশন সেন্টারে শেষ নিঃশ^াষ ত্যাগ করেন। ডালিমের পরিবারের পক্ষ থেকে জানা গেছে শুক্রবার সকাল থেকে উনার শারিরিক অবস্থার অবনতি হতে থাকে। যদিও আমরা সেখানে নিজে গিয়ে দেখার সুযোগ ছিলনা। পরে সন্ধ্যায় শুনছি উনার শ^াষ প্রশাষ কাজ করছে না। এর একটু পরেই ফোন আসে তিনি মারাগেছে। আবু সায়েম ডালিম বাহারছড়ার জয়নালে আবেদীনের ছেলে ছোট বেলা থেকে অত্যান্ত ভদ্র মেধাবী এবং বিনয়ী ছিল ডালিম এলাকার ছোট বড় সবার সাথে তার ছিল সুন্দর সম্পর্ক। ৩০ মের দিকে তার গায়ে জর উঠলে করোনা পরীক্ষা করায় আর ২ জুন রিপোর্ট পজিটিভ আসে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উখিয়া আইসোলেশন সেন্টারে নিয়ে চিকিৎসা করনো হয়েছিল।
মন্তব্য করুন