কক্স৭১
কক্সবাজারে কটেজ জোনের অপরাধ জগতের প্রধান কৌশলি জেলা সেচ্ছাসেবক লীগ নেতা কাজী রাসেল অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির।
জানা গেছে,কাজী রাসেল কক্সবাজার হোটেল জোনের এক মূর্তিমান আতংকের নাম। চাঁদাবাজী নারী ব্যবসা জমি দখল,যে কোন হোটেলের রুম বুকিং করে জোর পূর্বক টাকা না দেওয়া থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যা কাজী রাসেল করতো না। আর সমস্ত অপরাধ নিয়ন্ত্রনে রয়েছে তার নিজস্ব ক্যাডার বাহিনী। তার অপকর্মের কেউ প্রতিবাদ করলেই তার উপর নেমে আসতো নির্যাতন। ক্যাডার বাহিনি দিয়ে তাকে ধরে এনে মুকিপন আদায় থেকে শুরু করে চলতে পাশবিক নির্যাতন। কুমিল্লা শহরের জন্ম হলেও এই পরিবারের হাতে জিম্মি ছিল পুরু হোটেল মোটেল জোন। তার হাতে ছিল জনপ্রতিনিধি,পুলিশ সাংবাদিক সহ সব কিছু। নিজেও নির্বাচন করেছেন গেল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে। এছাড়া তার আরেক ভাই বর্তমানে পৌর কাউন্সিলার এবং বড় ভাই জেলা আওয়ামীলীগের নেতা তাই কোন কিছুই আটকানো যেত না তাকে। তবে শেষ রক্ষা হয়নি। বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযানে আটক হয়েছে সেই অপরাধ জগতের কিং কাজী রাসেল এতে সস্তি নেমে এসেছে পুরু হোটেল মোটেল জোনে। এ ব্যাপারে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহিম বলেন,কাজী রাসেল জেলা কমিটির সদস্য মাত্র। তবে তারঅনেক অপকর্মের কথা আমরা শুনে আসছি। এখন আমরা তাকে বহিস্কার সহ প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেব। এ ব্যপারে সদর থানার ওসি শাহজাহান কবির বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিকে কাজী রাসেলকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন