মাহাবুবুর রহমান.
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব নমুনা পরীক্ষায় রিপোর্ট করোনা পজিটিভি কিন্তু আইডিসিআর মোবাইলে ম্যাসেজ নিয়েছে রিপোর্ট নেগেটিভ। কক্সবাজারে ২ দিন আগে সনাক্ত হওয়ার করোনা রোগিদের মোবাইলে ২১ মে আইডিসিআর এর ম্যাসেজ পেয়ে এখন রোগি সহ পুরু পরিবার বিভ্রান্ত হয়ে পড়েছে। একই সাথে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের রিপোর্ট নিয়ে তারা সন্দিহান হয়ে পড়েছে।
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার ঠিকাদার একরামুল হক বলেণ,আমার ভাই নুরুল ইসলাম করোনা পজিটিভ হয়েছে বলে ২ দিন আগে রিপোর্ট দিয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ সে হিসাবে বাড়ি লকডাউন সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এখন ২১ মে বিকালে ভাইয়ের মোবাইলে ম্যাসেজ ঢাকা আইডিসিআর থেকে ম্যাসেজ এসেছে তার রিপোর্ট নেগেটিভ। এতেআমরা পুরু পরিবার আনন্দিত হলেও ভয় হচ্ছে রিপোর্ট কোনটা সঠিক। একই ভাবে শহরের সিকদার পাড়া ছানাউল্লাহ জানান,তাকেও ২ দিন আগে করোনা পজিটিভ হিসাবে সনাক্ত করা হয় যদিও তার শরীরে কোন উপসর্গ নেই। তবে ২১ মে তার মোবাইলে আইডিসিআর থেকে মোবাইলে ম্যাসেজ এসেছে তার রিপোর্ট নেগেটিভ। বিষয়টি সে তার ব্যাক্তিগত ফেইসবুকে শেয়ার করেছে। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর এলাকার মানুষের মাঝে মিশ্র পতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তাদের দাবী এলাকার বেশির ভাগ করোনা রোগির শরীরে কোন উপসর্গ নেই কিন্তু তাদের করোনা পজিটিভ হিসাবে সনাক্ত করা হচ্ছে এখানে কোথাও কোন ভুল হচ্ছে কিনা সেটা যাচাই করা দরকার। কারন রিপোর্ট ভুলের খেসারত দিচ্ছে হচ্ছে শুধু করোনা রোগি নয় পুরু পরিবারপাড়া মহল্লার মানুষ সবাইকে। এ ব্যপারে কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ জানতে চাইলে তিনি বলেন,আমরা রিপোর্ট করিনা রিপোর্ট করে মেডিকেল কলেজ ল্যাবে উনারা সেটা দেয় সেটা আমরা ফলো করি। আর কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়–য়া বলেণ,ঢাকা আইডিসিআর নমুনা পরীক্ষা করেনা,উনাদের কাছে শুধু আমাদের লিখিত রিপোর্ট গুলো যায়। হয়তো সেখানে যারা কাজ করছে তাদের কোন ভুল হতে পারে। আমাদের জায়গায় আমরা ঠিক আছি।
মন্তব্য করুন