মাহাবুবুর রহমান.
পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে বই মেলা। ১৫ থেকে ২২ জুন কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে চলবে এই বই মেলা। শনিবার বেলা সাড়ে ১১ টায় ৮ দিন ব্যাপী এই বই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড.আবু হেনা মোস্তফা কামাল। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেণ,আমরা যতই আধুনীক হই না কেন বই কিন্তু তার চেয়ে আধুনীক। আধুনীকতা শিক্ষাও আসে বই থেকে। যার কাছে বই বন্ধু তার কোন শত্রু থাকতে পারেনা। আর শত্রু থাকলেও তাকে প্ররাস্থ করতে পারবেনা। তাই নিয়মিত একটি সময় বই পড়ার অভ্যাস গড়ে তুলা দরকার। এতে নিজেকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে আনা যায়। তিনি বলেন,পৃথীবির যে সমস্ত মানুষ আজ চীর স্বরনিয় হয়ে আছে যাদের লেখা আমরা বইয়ের পাতায় পড়ছি তারাও কিন্তু বই পড়েই জীবনকে স্বার্থক করেছেন। তাই স্কুলে কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অবসর প্রাপ্তরাও নিয়মিত বই পড়লে সমাজ থেকে সকল অনাচার দূর হয়ে যাবে। কারন যারা বই পড়ে তারা কখনো দূবৃত্ত হতে পারে না। কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অথিতি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও নজরুল ইনস্টিটিউটের পরিচালক আবদু রাজ্জাক ভুইয়া, জাতীয় গণকেন্দ্রর পরিচালক কবি মিনার মনছুর,বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন,বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ফরিদ আহাম্মদ,স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি আরিফ পারভেজ,শুভেচ্ছা বক্তব্য রাখেন বই মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও কক্সবাজারের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এড,তাপস রক্ষিত। মঞ্চে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পাথ সরতি সৌম। অনুষ্টান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক।
মন্তব্য করুন