মাহাবুবুর রহমান.
কক্সবাজার শহরতলী সহ বিভিন্ন উপজেলার মফস্বলের ঔষধের দোকান গুলোতে ঔষধের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গ্যাস্ট্রিক,স্বর্দি,কাশি,জ¦র,প্রেশার,ডায়াবেটিক সহ বেশ কয়েকটি এন্টিবায়টিকের সংকট তীব্র আকার ধারন করেছে। এছাড়া এক্সিসল,মাক্স সহ আরো কিছু উপকরণ একেবারেই পাওয়া যাচ্ছেনা। মফস্বলের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এই তথ্য পাওয়া গেছে। আলাপ কালে শহরের টেকপাড়ার শ্রাবন্তি মেডিকেল হলের ডাঃ বিজয় কান্তি ভট্টাচার্য্য বলেণ,করোনা পরিস্থিতির কারনে এখন সব কিছু বন্ধ তাই বিভিন্ন কারনে এখন ঔষধ সংকট দেখা যাচ্ছে। দোকানে যেটা শেষ হয়ে যাচ্ছে সেটা আবার চাহিদা দিলেও পাওয়া যাচ্ছেনা। বিশেষ করে স্বর্দি,কাশি,নাপা,সহ বেশ কিছু ঔষধ কমে গেছে। এ ব্যপারে জেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ বলেন,শুধ শহরে নয় জেলার বেশির ভাগ উপজেলার মফস্বল এলাকাতে ঔষধের সংকট বেশি হচ্ছে সেখানে বর্তমানে অনেক প্রয়োজনীয় ঔষধ পাওয়া যাচ্ছেনা। এতে মানুষ খুব সমস্যা পড়েছে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ তাই সংকট আরো বাড়তে পারে তাই দ্রæত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবী জানান তিনি। এ ব্যপারে জেলা ঔষধ তত্বাবধায়ক প্রিয়াংকা দাশ গুপ্তা বলেন,মূলত যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকা আর ঔষধের উৎপাদনেও কিছুটা সমস্যা হওয়ার কারনে হয়তো সাময়িক অসুবিধা হচ্ছে তবে সেটা কেটে যাবে।
মন্তব্য করুন