কক্স৭১
কক্সবাজার আইনজীবি সমিতির সিনিয়র সদস্য এড,ছালামত উল্লাহ রানার করোনা পজিটিভ এসেছে। ২০ জুন কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। এড,ছালামত উল্লাহ রানা কয়েক দিন ধরে বেশ অসুস্থ থাকার পরে ২ দিন আগে শাষকষ্ট বেড়ে গেলে প্রথমে সদর হাসপাতালে পরে চট্টগ্রামে নেওয়া হয় বর্তমানে সেখানেই উনার চিকিৎসা চলছে। একই সাথে উনার আরেক ভাই হামিদ উল্লাহর রিপোর্ট নেগেটিভ এসেছে।
মন্তব্য করুন