প্রেস বিজ্ঞপ্তি
কুতুবদিয়া উপজেলা সদরের সন্নিকটে ১৯৯৭ ইং সনে প্রতিষ্টিত উত্তর বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভা বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি প্রফেসর আখতার আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। ২৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় অনুষ্টিত সভায় বিদ্যালয়ের পড়ালেখার গুনগত মান বৃদ্ধি ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করণ বিষয়ে এবং সরকারি বেসরকারি খাত হতে প্রাপ্ত অর্থের উন্নয়ন কর্মকান্ড ও ব্যায়ের উপর বিষদ আলোচনা ও গুণগত মান দেখে সন্তুষ প্রকাশ করা হয়। বিবিধ আলোচনায় বিদ্যালয়ের কোমন মতি শিক্ষার্থীদের যাতায়ত, দ্রুত গতি সম্পন্ন যান বাহনের কারনে ঝুকিপূর্ন হওয়ায় সংলগ্ন আজম সড়কে গতি নিরোধক নির্মাণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। সব শেষে জাতির জনক বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার শিক্ষা বান্ধব কার্যক্রমের প্রতি একাত্বতা প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা লিয়াকত আলী(বিদ্যূৎসাহী),মাষ্টার নুরুল ইসলাম(বিদ্যালয় প্রতিনিধি),শফি আলম(অভিবাবক),নাছির উদ্দিন(এমইউপি) আবু মোজাহেদ(অভিবাবক),জিনাত রেহেনা (প্রধান শিক্ষক) মোহাম্মদ ছলিম(শিক্ষক প্রতিনিধি)জন্নাতুল ফেরদৌস(বিদ্যুৎসাহী) তসলিমা বেগম(অভিবাবক) নিপা রানী দাশ(মেধাবি শিক্ষার্থী অভিবাবক) প্রমুখ।
মন্তব্য করুন