এম আবুহেনা সাগর,ঈদগাঁও
শিক্ষা-শান্তি-প্রগতি ছাত্রলীগের মূলনীতি শ্লোগান কে সামনে ছাত্রলীগ,ঈদগাঁও ইউনিয়নের ২নং ওর্য়াড় শাখার ২১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাহুল পাল,সাধারন সম্পাদক ফয়সাল আল ফিরোজ।
১৯শে জুন মোহাম্মদ রিয়াদকে সভাপতি এবং মোহাম্মদ ইয়াহিয়াকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্য রয়েছেন-সহ সভাপতি পদে তাজমির ফারুক সাজিম,রায়হান, মুবিন,যুগ্ন সাধারন সম্পাদক পদে মো:জুবাইর, রিফাত,সাংগঠনিক সম্পাদক শহিদ,মো:সাদেক, প্রচার সম্পাদক পারভেজ,দপ্তর সম্পাদক আরা ফাত,ক্রীড়া সম্পাদক মিজান,সদস্য হিসেবে যথা ক্রমে ফাহেদ,শাহিন,কায়সার,হাসান,জিহান আবছার,ইসমাইল,রহিম ও ইমন। নবকমিটির সভাপতি রিয়াদ বলেন,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাহুল ও ফয়সালের নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করতে বদ্বপরিকর ওর্য়াড় ছাত্রলীগ।
উল্লেখ্য,অত্র ওর্য়াড়ের মরহুম আলমগীর চৌধুরী হিরু জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতির দায়িত্বে ছিলেন,রাজিবুল হক চৌধুরীর রিকো ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদকও ইরফানুল করিম উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন