নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ঈদগাঁও- ফরাজী পাড়া সড়কটি বর্তমানে মরন দশায় পরিনত হয়ে পড়েছে। দেখার কেউ না থাকায় হতাশ হয়ে পড়েছেন চলাচলরত লোকজনসহ যানবাহন চালকরা। জনদুর্ভোগের শেষ সীমা ছাড়িয়ে গেছে। অতিসত্তর সড়কটি চলাচল উপযোগী করার দাবী জানান সচেতন এলাকাবাসী।
জানা যায়,গত কদিন ধরে সড়কের রাবার ড্রাম পয়েন্টে কদমার্ক্তে পায়ে হেঁটে কিংবা যানবাহন নিয়ে একূল আর ঐকূল পারাপার হওয়া মহা মুসকিল হয়ে পড়েছে। এলাকার ছেলেমেয়েরা শিক্ষাঙ্গনে আসা যাওয়া করতে অনিহা প্রকাশ করছে। উক্ত রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার মানুষরা মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে।
কয়েকজন যানবাহন চালকের মতে,সড়কটি দিয়ে মানুষের চলাচল এতো কষ্টকর তা মেনে নেওয়া যায়না। একবার গেলে দ্বিতীয়বার যেতে মন চাইনা। হোসন নামের এক অটোরিকসা চালক জানান,বাসষ্টেশন থেকে ফরাজী পাড়া একটি ভাড়া মারতে গিয়ে রাবার ড্রাম এলাকায় কদমাক্তের কারনে গাড়ীর চাকা ভেঙ্গে গেছে। জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ দ্রুত সময়ে যাতায়াত সমস্যার সমাধান হবে বলে জানায়।
মন্তব্য করুন