এম আবুহেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার উত্তর বনবিভাগের কালিরছড়া বিটের বনকর্মী উপর হামলার ঘটনায় অবশেষে চারজনের বিরুদ্বে মামলা দায়ের করেছে বন বিভাগ। ১৮ জুন রামু থানায় কালিরছড়া বন বিটের বিট কর্মকতা রাজিব উদ্দিন ইব্রাহিম বাদী হয়ে চার জনকে আসামী এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করে।
আসামীরা হল,রশিদনগর পাহাড়তলীর মৃত মীর আহমদের পূত্র জসিম,ওয়াহিদুজ্জামানের পূত্র ডালিম,উত্তর কাহাতিয়া পাড়ার নুরুল আলমের পূত্র খালেদ এবং পূর্ব খাদেমের পাড়ার আমির হোসেনের পূত্র কালু।
মামলার বিষয়ে জানতে চাইলে মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা মামুন মিয়া জানান,বনকর্মীর উপর হামলাকারীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত আছে। ভূমিদস্যু,বালুদস্যু,জবরদখল কারী চক্র বনকর্মীদের উপর আঘাত করে তাদের মনোবল ভাঙ্গার যতই অপচেষ্টা করুক না কেন,তাদের বিরুদ্বে বন বিভাগ কঠোর অবস্থানে থাকবে। স্থানীয় জনগন আন্তরিক হলে সকল বন অপরাদ দমন করা সম্ভব।
উল্লেখ্য যে,১৩ জুন সকালে বনবিটের ২০১৮-১৯ সনের ২০হেক্টর চলমান বাগান সৃজন এলাকায় টহলে ছিল কালিরছড়া বিটের বনকর্মী মোহাম্মদ আবদুল আজিজ পাটোয়ারী। টহল দানকালীন সময়ে মুখে গামছা পরিহিত ৪/৫ জনের একটি দৃবৃক্ত ও ভূমিদস্যুরা অর্তকিতভাবে আজিজের উপর হামলা চালায়। একইদিন বিকেল ৫টার দিকে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও,থানা পুলিশ,মেহেরঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকতা,মেহেরঘোনা,ধলিরছড়া,মাছুয়াখালী ও কালিরছড়া বিটের ষ্টাফগন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন