এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁওর পালপাড়া সার্বজনীন কালী ও দূর্গা মন্দিরের এক সভা অনুষ্টিত হয়।
৬ সেম্পেম্বর সকাল দশটার দিকে স্থানীয় মন্দির প্রাঙ্গনে এ সভা সাবেক মেম্বার বাবু দীপক প্রতীম পালের সভাপতিত্বে উত্তম পালের পরিচালনায় উন্নয়ন কাজের উদ্বোধন প্রসঙ্গে বক্তব্য রাখেন, কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: রুপস পাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন,ইউপি সদস্য প্রদোষ পাল মুন্না,সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা অনুপম পাল অনু,মাষ্টার মিল্টন পাল মিঠু,চন্দন পাল বাবু, ব্যবসায়ী তপন পাল,শিমুল পাল শিমু,মিলন পাল,বাবু পাল ভেক্কা,পরিতোশ পাল,সুজন পাল,সুপন পাল,টুন্টু পাল,গোপাল কৃঞ পালসহ সনাতনী সম্প্রদায়ের অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মন্দিরের উন্নয়ন কাজের আনুষ্টানিক উদ্বোধন করেন।
মন্তব্য করুন