নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ঈদগাঁও বাজারে কুকুরের কামড়ে অসুস্থ ছাগল জবাই পূর্বক মাংস বিক্রির অভিযোগে ৩ জনকে এক মাস করে কারদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা জালালাবাদ সওদাগর পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে নুর ছিদ্দিক,আমির হোসেনের ছেলে ওসমান গনি, জাফর আলমের ছেলে এহেছানুল হক। ২৩ মে রাতে তাদের আটক করা হয়,পরদিন সকালে তাদের সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি মোঃ শাহরিয়ার মুক্তারের আদালতে সোপর্দ করা হলে অপরাধ স্বীকার করায় প্রত্যককে একমাস করে সাজা প্রদান করা হয়।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান তিনজনকে কারাদন্ড দেয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,দন্ডপ্রাপ্তরা পরস্পর যোগসাজশে কুকুরের কামড়ানো দুইটি ছাগল গোমাতলী এলাকা থেকে ক্রয় করে এনে জবাই করে ঈদগাঁও বাজারে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তদন্ত কেন্দ্রের এএসআই নিজাম উদ্দীনসহ সঙ্গীয় একদল পুলিশ রাতে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হন। পরদিন সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদেরকে একমাস করে কারা দণ্ড দেওয়া হয়।
মন্তব্য করুন