শিরোনাম :
বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী কক্সবাজার ৩ আসনে প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন আতিক উদ্দিন চৌধুরী খুরুশকুল ফকির পাড়ায় জমি দখলের উদ্দেশ্যে বসতবাড়ীতে হামলা : আহত ৩

ইসলামাবাদ থেকে ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ দুই ডাকাত আটক

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৯
  • 236 বার সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

ইসলামাবাদের পূর্ব গজালিয়া থেকে ডাকাতির সরঞ্জামসহ দুই ডাকাতকে আটক করেছে ঈদগাঁও পুলিশ। ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, পূর্ব গজালিয়ার ইলিয়াস প্রকাশ আবদুর রহমানের ছেলে শাহজাহান,অপরজন ঈদগাঁও কালিরছড়া শিয়া পাড়ার নজির হোসেনের ছেলে সিরাজুল হক বলে জানা যায়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী একটি এলজি,২ রাউন্ড কার্তুজ, ১ টি কিরিচ, ১০ টি লোহার রড, ২টি দা , ১টি লম্বা চোরা ও ৩টি কাঠের লাঠি পাওয়া যায় বলে এএসআই মহিউদ্দিন জানিয়েছেন এ প্রতিবেদককে। সূত্রে মতে, আটককৃত দুইজনসহ আরো কয়েকজন সঙ্গবদ্ধ ডাকাত ও অপহরণকারী ইসলামাবাদ ইউনিয়নের পুর্ব গজালিয়া গ্রামের সাতঘরিয়া পাড়া কুটির ঝিল নামের একটি ক্ষেতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এসআই আবু বক্কর ছিদ্দিক ও মহিউদ্দিনসহ কয়েকটি পুলিশের টিম এলাকাটি ঘেরাও করে পেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। ধাওয়া করে সিরাজ ও শাহজাহানকে ধৃত করে।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান,ডাকাতি প্রস্তুতিকালে ইসলামাবাদ থেকে দুইজন ডাকাতসহ ডাকাতির সরজ্ঞামাদি উদ্বার করার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT