নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ইসলামাবাদের পূর্ব গজালিয়া থেকে ডাকাতির সরঞ্জামসহ দুই ডাকাতকে আটক করেছে ঈদগাঁও পুলিশ। ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, পূর্ব গজালিয়ার ইলিয়াস প্রকাশ আবদুর রহমানের ছেলে শাহজাহান,অপরজন ঈদগাঁও কালিরছড়া শিয়া পাড়ার নজির হোসেনের ছেলে সিরাজুল হক বলে জানা যায়। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী একটি এলজি,২ রাউন্ড কার্তুজ, ১ টি কিরিচ, ১০ টি লোহার রড, ২টি দা , ১টি লম্বা চোরা ও ৩টি কাঠের লাঠি পাওয়া যায় বলে এএসআই মহিউদ্দিন জানিয়েছেন এ প্রতিবেদককে। সূত্রে মতে, আটককৃত দুইজনসহ আরো কয়েকজন সঙ্গবদ্ধ ডাকাত ও অপহরণকারী ইসলামাবাদ ইউনিয়নের পুর্ব গজালিয়া গ্রামের সাতঘরিয়া পাড়া কুটির ঝিল নামের একটি ক্ষেতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এসআই আবু বক্কর ছিদ্দিক ও মহিউদ্দিনসহ কয়েকটি পুলিশের টিম এলাকাটি ঘেরাও করে পেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। ধাওয়া করে সিরাজ ও শাহজাহানকে ধৃত করে।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান,ডাকাতি প্রস্তুতিকালে ইসলামাবাদ থেকে দুইজন ডাকাতসহ ডাকাতির সরজ্ঞামাদি উদ্বার করার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন