নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ইসলামপুরের ডুলাফকির রাস্তার মাথা ঝনঝনি ব্রিজ সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী বাস এবং হাইয়েস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে চালকসহ দুইজন নিহত ও আরো অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাত্রী বাহী হাইয়েসটি দুমড়ে মুচড়ে গেছে। ২৫ মে শনি বার বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত হাইয়েস চালকের নাম মোহাম্মদ ইয়াকুব (২৭)। সে কলাতলী উত্তর আদর্শ গ্রামের ইউসুফ ড্রাইভারের ছেলে বলে জানান স্থানীয় সমাজ সেবক সাদ্দাম হোসেন। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে।
স্থানীয় মেম্বার সাহাব উদ্দিন জানিয়েছেন, সাইনবোর্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতসহ বেশ কজন আহত হয়েছে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদু জ্জামান সড়ক দূর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন