নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সদরের ইসলামপুরে দেয়াল চাপায় আলমাছ খাতুন নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত মহিলাটি ইউনিয়নের নতুন অফিস পাড়ার মৃত সোলতান আহমদের স্ত্রী। ৬ই জুলাই সকাল দশটার দিকে এঘটনা ঘটে।
নিহতের আত্বীয় জসিমের মতে,তার ফুফু পাহাড় স্থ বাড়ির বাইরে প্রশ্রাব করতে বের হয়। এরই একটু পর ঘরের দেয়াল ধ্বসে পড়ে। প্রবল বৃষ্টির পানি পাহাড়ী ঘরের পাশ দিয়ে নেমে যেতে ধ্বসে পড়া দেয়ালের মাটি সরাতে গিয়ে নিহতের নাতি মাটির নীচে মানুষের পা দেখতে পাই। তার ডাকে স্বজনরা এগিয়ে এসে তড়িৎ মাটি সরিয়ে দেখতে পাই সেই দাদী। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন আছরের নামাজের পর জানাজা শেষে কবরস্থানে নিহতকে দাফন করা হয়। স্থানীয় মেম্বার আবদু শুক্কুর নিহতের সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন