শিরোনাম :
কক্সবাজারে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী কক্সবাজার ৩ আসনে প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন আতিক উদ্দিন চৌধুরী

আরআরআরসি আবুল কালাম সহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, সেপ্টেম্বর ২, ২০১৯
  • 219 বার সংবাদটি পড়া হয়েছে

মাহাবুবুর রহমান.
কক্সবাজারে দীর্ঘ দিন কর্মরত থাকা স্বরণার্থী ত্রাণ ও প্রত্যবাসন কমিশনার(আরআরআরসি) মোঃ আবুল কালাম(অতিরিক্ত সচিব-৪১৮৩) কে জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে বদলী করে বস্ত মন্ত্রনালয়ের তার চাকুরী ন্যাস্ত করা হয়েছে। মোঃ আবুল কালামকে ৫ সেপ্টেম্বরের মধ্যে তার নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নতুবা একই দিন অপরাহ্ন হতে স্টেন্ড রিলিজ হিসাবে গন্যহয়ে আপনাআপনি কর্মস্থল হতে অবমুক্ত হবে বলে প্রজ্ঞাপরে উল্লেখ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের উর্ধতন নিয়োগ-১ অধিশাখার উপ সচিব মুহাম্মদ আবদুল লতিফ কতৃক ২ সেপ্টেম্বর স্বাক্ষরিত ৫৪৯ নাম্বার স্বারকে এই প্রজ্ঞাপন জারী করা হয়। একই সাথে দূর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের পরিচালক(যুগ্ন সচিব) মোঃ মাহবুবুল আলম তালুকদার(৬২৮৪)কে স্বরণার্থী ত্রান ও প্রত্যবাসন কমিশনার হিসাবে নিয়োগ দিয়ে তাকে ৫ সেপ্টেমর নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
এদিকে এই দিন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের দু’জন ক্যাম্প ইনচার্জকেও বদলী করা হয়েছে। তারা হলেন উখিয়ার কুতুপালং ৪ ও ৫ নম্বর ক্যাম্পের ইনচার্জ শামিমুল হক পাভেল (উপসচিব-১৫৮১০) এবং টেকনাফের নয়াপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের ইনচার্জ আবদুল ওয়াহাব রাশেদ (সিনিয়র সহকারী সচিব-১৬২৩৫)। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ কর্তৃক গত ১ সেপ্টেম্বর স্বাক্ষরিত ৭০১ এবং ৭০২ নম্বর স্মারকে এ পৃথক দু’টি বদলী প্রজ্ঞাপন জারির মাধমে এ বদলী করা হয়। শামিমুল হক পাভেল’কে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি রপ্তানি প্রকল্পের উপ পরিচালক এবং আবদুল ওয়াহাব রাশেদকে প্রাথমিক ওগণশিক্ষা মন্ত্রণালয়ের উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপ পরিচালক হিসাবে বদলী করা হয়ছে। প্রসঙ্গত, বদলীকৃত সিআইসি শামিমুল হক পাভেলের বিরুদ্ধে গত ২৫ আগস্ট অনুষ্ঠিত রোহিঙ্গা শরনার্থী সমাবেশের অনুমতি দেয়ার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগ ছিল। এ দু’জন সিআইসি’র বদলীর মাধ্যমে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে প্রশাসনিক এ্যকশন শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT