কক্সবাজার রিপোর্ট
দেশের খ্যাত নামা কুস্তিগীর(বলী)দিদাল বলী বলেছেন,আমি ষড়যন্তের স্বিকার। আমি কোন দিন ইয়াবা নামক মরণ নেশার সাথে সম্পৃক্ত ছিলাম না। মুলত আমার কিছু পারিবারিক শত্রুরা আমাকে ফাঁসাতে এই ফাঁদ পেতেছিল। ২০১৮ সালের ২৮ জনু ময়মনসিংহ জেলাতে আমি নিজস্ব নিশান গাড়ীটি বিক্রি করতে গিয়েছিলাম। কিন্তু সেখানে একটি শক্তিশালী ডাকাত চক্রের কবলে পড়ি আমি। তারা গাড়ীটি আত্বসাৎ করার জন্য ইয়াবা দিয়ে আমাকে ফাসিয়েছে। আর সেই মামলার এজাহারে ৮০ পিচ ইয়াবা উদ্ধারের কথা বলা হলেও এজাহারে কোথাও আমার নাম নেই। আমাকে শুধু সহযোগি হিসাবে দেখানো হয়েছে ফলে আমি মাত্র ১১ দিনের মাথায় আইনী ভাবে জেল থেকে বের হই।আর সব সময় কিছু ষড়যন্ত্রকারী কারনে আমার নামে বদনাম হয়। তিনি বলেণ,আমি দেশের বিশেষ করে কক্সবাজারের সম্পদ আমি বলী খেলাকে ব্যাপক জনপ্রিয় করেছি। তাই আমাকে আগামী ২ মে থেকে শুরু হওয়া জেলা প্রশাসক ডিসি সাহেবের বলী খেলায় অংশ গ্রহনের সুযোগ দেওয়ার দাবী জানাচ্ছি। রামু উপজেলার উমখালী এলাকার আশরাফ আলীর ছেলে দিদারুল আলম প্রকাশ দিদার বলী গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে এই দাবী করেন। এ সময় সাথে ছিলেন জাদিহ উল্লাহ,আবদুল মান্নান,মোহাম্মদ আলী।
মন্তব্য করুন